শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

বিএনপি সংস্কারেরই দল: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৬:৪৬ এএম

বিএনপি সংস্কারেরই দল: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানান কথা বলেন। তারা যখন সংস্কারের দন্তস্য উচ্চারণ করেননি, তখন দেশনেত্রী খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, আরেকবার দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে, এবার এ সুযোগ কাজে লাগাতে চাই। দেশ গঠনে যা যা করার দরকার ছিল, আমরা রাজনীতিবিদরা তার সব করতে পারিনি।

তিনি বলেন, সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয়। জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি।

স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অনেক লড়াইয়ে বিজয় হয়েছি, কিন্ত কোনো বিজয়ই ধরে রাখতে পারিনি।

আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ,আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, সাবেক সচিব নিরুজ্জামান খান।

Link copied!