সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অভিবাসনবিরোধী বিক্ষোভে অস্থির নেদারল্যান্ডস

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ১০:২৪ এএম

অভিবাসনবিরোধী বিক্ষোভে অস্থির নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবারের এই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। টিয়ারগ্যাস, পানিকামান ও লাঠিচার্জ ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার ঘটনায় অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে এবং আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর ছুড়ে মারে। এমনকি পুলিশের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, প্রায় দেড় হাজার বিক্ষোভকারী শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া পদক্ষেপ নিতে হয়।

ঘটনার পর প্রধানমন্ত্রী ডিক স্কোফ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্লজ্জ সহিংসতার এমন দৃশ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ডানপন্থী নেতা গির্ট উইল্ডার্স, যিনি অভিবাসনবিরোধী নীতির জন্য পরিচিত, বিক্ষোভে উপস্থিত না থাকলেও পুলিশের ওপর হামলাকে নিন্দা করে বলেছেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও বোকামি ছাড়া আর কিছুই নয়।’

বিক্ষোভের আয়োজক ছিলেন এক ডানপন্থি কর্মী, যিনি অভিবাসননীতি আরও কঠোর করার দাবি তোলেন। তবে উত্তেজনা ছড়িয়ে পড়লে সহিংস রূপ নেয় বিক্ষোভ। অংশগ্রহণকারীদের অনেককে ডাচ পতাকা ও উগ্র-ডানপন্থি সংগঠনের পতাকা হাতে দেখা গেছে।

এ সময় বামপন্থি দল ডি৬৬-এর কার্যালয়েও হামলা হয়। ভবনের জানালা ভাঙচুর করা হয়। দলটির নেতা রব জেটেন বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমরা কখনোই সহিংসতাকারীদের হাতে দেশ ছেড়ে দেব না।’

উল্লেখ্য, অভিবাসন ইস্যুতেই চলতি বছরের জুনে নেদারল্যান্ডস সরকার ভেঙে পড়ে। উইল্ডার্সের কট্টর ডানপন্থি পিভিভি দল আশ্রয় নীতিতে আরও কঠোর শর্ত চাপিয়ে দিতে চাইলে জোট সরকার ভাঙনের মুখে পড়ে।

মাতৃভূমির খবর

Link copied!