প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:১৮ পিএম
পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববির কর্মীদের জন্য নতুন পুরস্কার ব্যবস্থা চালু করেছে হারামাইন পরিচালনা পরিষদ। পরিষেবার মানোন্নয়ন, কর্মীদের উদ্ভাবনী শক্তি বিকাশ এবং প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিষদের প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আস-সুদাইস জানিয়েছেন, পুরস্কারটি নারী-পুরুষ নির্বিশেষে সব দেশি-বিদেশি কর্মীদের জন্য প্রযোজ্য হবে। কর্মীদের দক্ষতা ও উদ্ভাবন মূল্যায়ন করে ব্যক্তিগত ও দলগত উভয় পর্যায়েই পুরস্কার প্রদান করা হবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগে হজ ও উমরাযাত্রীদের সেবায় পেশাদারিত্ব ও সৃজনশীলতা বাড়বে। পাশাপাশি সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।