রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০১:০৮ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১০০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এর মধ্যে শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৬১ জন। গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে নিহত হয়েছেন আরও ৩৭ জন। 

সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটিতেই ৬১ জন নিহত হয়েছেন। গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ চালানো লোকজনের ওপরও হামলা করেছে বর্বর ইসরায়েলি বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। 

দক্ষিণ গাজার নাসের হাসপাতালের তথ্য অনুযায়ী, রাফাহর উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ১৬ জন নিহত হন। গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার হিসাবে, উত্তরে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর গুলিতে আরও ১৪ জন নিহত এবং ১১৩ জন আহত হন। সব মিলিয়ে খাদ্যের সন্ধানে থাকা অন্তত ৩৭ জন এদিন নিহত হন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অবরোধজনিত ক্ষুধা ও অপুষ্টিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।

আলজাজিরা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন। 

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ বন্ধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

ইইউ এবং ২৬টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা ক্ষুধা ও দুর্ভিক্ষকে ইসরাইলের ‘মারণাস্ত্র’ হিসেবে ব্যবহারেরও নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক এনজিওগুলোর সহায়তা পাঠানো ও মানবিক সংস্থাগুলোর কাজের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের নির্বিচার আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।

মাতৃভূমির খবর

Link copied!