রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ইউরোপের ২৬ দেশের নিন্দা সত্ত্বেও গাজায় এক দিনে নিহত ৭৩

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ১২:৫৯ পিএম

ইউরোপের ২৬ দেশের নিন্দা সত্ত্বেও গাজায় এক দিনে নিহত ৭৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের সঙ্গে শান্তি আলোচনা প্রত্যাখান করার পর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা আরও বেড়েছে। দখলদার বাহিনীর হামলায় উপত্যকাটিতে বিভিন্ন জায়গা থেকে আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১ শিশু কমপক্ষে দুই জন অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ১৯ জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী। তারা সকলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান।

চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত ও বর্বর ইসরাইলি বাহিনী পরিচালিত জিএইচএফ-এর কার্যক্রম শুরুর পর গাজায় সহায়তা সংগ্রহকারীদের মৃত্যুর সংখ্যা ১,৮৩৮ জন ছাড়িয়েছে।

এদিকে নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, অপুষ্টিতে মারা গেছে ৬ বছরের জামাল ফাদি আল-নাজ্জার এবং ৩০ বছরের উইসাম আবু মোহসেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে যুদ্ধ শুরুর পর থেকে শতাধিক শিশুসহ ২২৭ জন ক্ষুধাজনিত কারণে মারা গেছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

আল জাজিরা জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৬১,৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,০৮৮ জন আহত হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ২৬টি দেশ গাজার ‘অকল্পনীয় মাত্রার’ দুর্ভোগের নিন্দা জানিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলে দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্ভিক্ষ বন্ধ ও অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। 

ইইউ এবং ২৬টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তারা ক্ষুধা ও দুর্ভিক্ষকে ইসরাইলের ‘মারণাস্ত্র’ হিসেবে ব্যবহারেরও নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক এনজিওগুলোর সহায়তা পাঠানো ও মানবিক সংস্থাগুলোর কাজের অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের নির্বিচার আক্রমণের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো।

মাতৃভূমির খবর

Link copied!