প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:১০ এএম
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে সোমবার (১১ আগস্ট) বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
জানা যায়, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে। এনসিপি নেতারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছেন।