প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৬:৫৭ পিএম
মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া একটি মরদেহ দু’দিন ধরে নিখোঁজ থাকা কলামিস্ট ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে সন্দেহ করছে পুলিশ।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার (এসপি) গণমাধ্যমকে বলেন, ‘আমরা এ রকম সন্দেহ করছি। ওনার আত্মীয়-স্বজন এলে নিশ্চিত হওয়া যাবে। ছবি দেখে কাছাকাছি মনে হচ্ছে।’
এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন তিনি। তবে বিভুরঞ্জন সরকার আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।’
জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) রাতে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’
বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি একজন কলামিস্ট হিসেবেই বেশি পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় থাকতেন।