রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০২:৩৬ পিএম

সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে জালকুড়ি এলাকার ইয়াং ক্লাব সোসাইটি মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) রাত ৯টা ১০ মিনিটে আসামিকে থানায় আনা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই (নিঃ) ওয়াসিম আকরামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দৌড়ে পালানোর চেষ্টা করলে মামুন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর রাখা সাদা পলিথিনে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। স্থানীয় দুই প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে আলামত জব্দ করা হয়।

‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে, তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদক নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর আলম দৈনিক মাতৃভূমির খবর-কে জানান, মাদক চোরাচালান ও বিক্রির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কঠোর। এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও শান্তি রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আমরা আশা করি, এই ধরনের অভিযান মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং সমাজে মাদকমুক্ত পরিবেশ গঠনে সহায়ক হবে। গ্রেফতারকৃত আসামিকে আজ, ৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুরে  আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাতৃভূমির খবর

Link copied!