বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আরও ৭ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৮:০১ পিএম

আরও ৭ জেলেকে নিয়ে গেল আরাকান আর্মি

নাফ নদী থেকে আবারও ট্রলারসহ ৭ জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্ন বাদী সংগঠন আরাকান আর্মি।

সোমবার (২৫ আগস্ট) দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ ওপারে নাইক্ষ্যংদিয়া মিয়ানমার অংশ থেকে তাদের আটক করা হয়।

এর আগে শনিবার একই দিনে ২৬ জনকে আটক করলেও এখনো পযর্ন্ত তাদের ছেড়ে দেয়নি আরাকান আর্মি।

স্থানীয় জেলে সলিমুল্লাহ বলেন, সাগরে জেলেরা মাছ ধরতে গিয়ে বার বার আরাকান আর্মির হাতে আটক হতে হচ্ছে। সোমবার আবারও ৭ জেলে মাছ ধরে ফেরার পথে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে আরাকান আর্মি আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নাফ নদী বা সাগরের মাছ ধরার সময় বোঝা যায় না কোনটা বাংলাদেশের অংশ আর কোনটা মিয়ানমারের। সঠিক করে বুঝতে কষ্ট হয়।

ট্রলার মালিক ওমর ফারুক বলেন, ট্রলারসহ ৭ জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। এখনো তারা ছাড়া পায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, তিন দিনে চারটি ট্রলারসহ ৩৩ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে। আটক জেলেরা নাফনদীর বাংলাদেশ সীমানা অতিক্রম করায় আটক হন। জেলেদের এসব বিষয়ে সর্তক করা হয়। ওই এলাকায় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!