বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বর্তমান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অনুপযুক্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০১:২৪ পিএম

বর্তমান মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন অনুপযুক্ত

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা চললেও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত নয়। শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ ছাড়া কোনো সমাধান সম্ভব হবে না বলে জানিয়েছেন কূটনৈতিক মিশনগুলো।

সোমবার (২৫ আগস্ট) ঢাকায় এক যৌথ বিবৃতিতে রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তি উপলক্ষে এই মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর কারণে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। তারা মানবিক সহায়তা ও নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার এবং স্থানীয় জনগণের উদারতার প্রশংসা করেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথে সীমান্তবর্তী স্থানচ্যুতি, রাখাইনে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং চলমান সহিংসতা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তাই মূল সমস্যা সমাধান এবং মিয়ানমারে স্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়োজন রয়েছে।

এতে সামরিক শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরাপদ ও অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের দায়ে জবাবদিহিতার প্রচেষ্টাকেও সমর্থন জানানো হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ-স্তরের সম্মেলনের মাধ্যমে মিয়ানমারের পরিস্থিতি এবং বাংলাদেশে রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করা হবে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রোহিঙ্গাদের স্বনির্ভরতা বৃদ্ধি এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা হবে। তাদের অর্থপূর্ণ অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে প্রত্যাবাসনের পূর্বশর্ত তৈরি করার চেষ্টা করা হবে।

ঢাকাস্থ এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশন।

মাতৃভূমির খবর

Link copied!