শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৬:৩২ পিএম

ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী (২২)। পুরুষদের মধ্যে একজনের বয়স ৫৩ ও অপরজনের বয়স ১৮।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৩ জন, ঢাকা বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ৭ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

মাতৃভূমির খবর

Link copied!