মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৭:৪১ পিএম

পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল রাবি, শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তি

পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, আজ দুপুর আড়াইটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ায়। এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এসময় তারা উপ-উপাচার্যের গাড়ি আটকায় এবং সেখানে টাকা ছুড়ে মারে। 

এরপর তারা উপ-উপাচার্য মাইন উদ্দিন এর বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে তিনি তার বাসভবনে প্রবেশ করতে পারেন না। পরবর্তীতে মাইন উদ্দিন এবং প্রক্টর মাহবুবর রহমান জুবেরি ভবনে প্রবেশের চেষ্টা করলে তখন আবার বাধার সম্মুখীন হয়। এসময় কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, উপ-উপাচার্যের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। 

এই ধ্বস্তাধস্তিতে শিক্ষার্থীসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছে। বর্তমানে শিক্ষার্থী ও উপ উপাচার্য জুবেরি ভবনের ভিতরে মুখোমুখি অবস্থানে রয়েছে।

এসময় সালাউদ্দিন আম্মার বলেন, আমি মার খেলেও, আমার কারও উপর কোন অভিযোগ নেই। কিন্তু পুষ্য কোটা নামেই হোক বা অন্য নামেই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন ধরনের পোষ্য কোটা থাকবে না। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দেব। 

এ ব্যাপারে প্রক্টর মাহবুবর রহমান বলেন, পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা উপ-উপাচার্য স্যারকে অবরুদ্ধ করে তার বাসায় তালা ঝুলিয়ে দেয়। পরে আমরা জুবেরী ভবনের লাউঞ্জে বসি। সেখানে শিক্ষার্থীরা আবারও আমাদের বাধা দেয়। আমরা ফিরে গিয়ে পুনরায় আসার পর ভবনে ঢোকার চেষ্টা করলে তারা আবারও বাধা দেয়। এসময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ধাক্কাধাক্কির মধ্যেই আমার হাতের ঘড়ি ও সঙ্গে থাকা ১০,০০০ টাকা হারিয়ে যায়। ধাক্কাধাক্কি হতে পারে, কিন্তু আমার হাতের ঘড়ি ও ১০ হাজার টাকা হারিয়ে যাওয়া কোনোভাবেই স্বাভাবিক নয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শুক্রবার বিকাল থেকে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা। পরবর্তীতে আরো ৯ জন শিক্ষার্থী অনশনে যুক্ত হয়।

মাতৃভূমির খবর

Link copied!