শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বৃত্তিমূলক শিক্ষা প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১১:৩০ এএম

বৃত্তিমূলক শিক্ষা প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরির চ্যালেঞ্জ ও সম্ভাবনা

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ বৈশ্বিকভাবে আলোচিত। তৈরি পোশাক শিল্প, প্রবাসী শ্রমবাজার ও আইটি সেক্টরের উন্নয়ন এ প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই প্রবৃদ্ধিকে টেকসই করতে আমরা কি যথেষ্ট দক্ষ মানবসম্পদ তৈরি করতে পেরেছি? এর উত্তর বেশিরভাগ বিশেষজ্ঞই দেন—না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় বৃত্তিমূলক শিক্ষার পরিধি এখনও সীমিত, আর দক্ষতা উন্নয়নের পথে রয়েছে নানা চ্যালেঞ্জ।

বর্তমানে দেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে লাখো শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করছে, কিন্তু তাদের অনেকেই শ্রমবাজারের জন্য প্রস্তুত নয়। অন্যদিকে বৃত্তিমূলক শিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর হার এখনও মোট শিক্ষার্থীর তুলনায় নগণ্য। অথচ উন্নত দেশগুলোতে বৃত্তিমূলক শিক্ষাই শিল্পোন্নয়নের প্রধান চালিকাশক্তি।

বৃত্তিমূলক শিক্ষার সম্ভাবনা বিশাল। বাংলাদেশে তৈরি পোশাক শিল্প ছাড়াও চাহিদা রয়েছে কারিগরি, আইটি, হসপিটালিটি, স্বাস্থ্যসেবা, নির্মাণশিল্প এবং কৃষিভিত্তিক প্রযুক্তি খাতে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্পন্ন কারিকুলাম থাকলে এই খাতে লাখ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। এতে শুধু অভ্যন্তরীণ বাজার নয়, আন্তর্জাতিক শ্রমবাজারেও বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

তবে এখানে বড় চ্যালেঞ্জগুলো হলো—

  • পর্যাপ্ত আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রের অভাব

  • যোগ্য ও দক্ষ প্রশিক্ষক সংকট

  • সামাজিক দৃষ্টিভঙ্গি (অনেকে এখনো বৃত্তিমূলক শিক্ষাকে কম মর্যাদার মনে করেন)

  • সরকারি-বেসরকারি সমন্বয়ের ঘাটতি

  • আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সার্টিফিকেশন ব্যবস্থার দুর্বলতা

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষার সমান্তরালে আনতে হবে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে থেকেই শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে।

সরকার সাম্প্রতিক সময়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (টিএসসি) স্থাপন, পলিটেকনিক সম্প্রসারণ এবং আইসিটি খাতে দক্ষতা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু অবকাঠামো নয়, কারিকুলাম আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ ও শিল্পখাতের সঙ্গে কার্যকর যোগসূত্র তৈরি করাই হবে মূল চাবিকাঠি।

সামগ্রিকভাবে বলা যায়, বৃত্তিমূলক শিক্ষা প্রসার বাংলাদেশকে শুধু শ্রমশক্তি রপ্তানিকারক দেশ হিসেবেই নয়, বরং দক্ষতা-নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নেবে। কিন্তু এর জন্য চাই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কার্যকর নীতি, এবং শিল্প-শিক্ষা সমন্বয়ের শক্ত ভিত্তি।

মাতৃভূমির খবর

Link copied!