প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৯:৪৮ পিএম
বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি হতে প্রথম ধাপে ১০ লাখ ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আর এ দফায় আবেদন করেও প্রায় ২৮ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ৫ হাজার ৭০০ এর বেশি শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হননি। তবে তাদের পরের দুই ধাপে আবেদন করে কলেজ পাওয়ার সুযোগ থাকছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কলেজে ভর্তির ফল দেখতে পারবেন। তবে সার্ভার জ্যামের কারণে এ ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিয়াজুল হক বলেন, প্রথম ধাপে ভর্তির আবেদন করা ১০ লাখ ৭৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থীর মধ্যে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী নির্বাচিত হননি।
তিনি বলেন, নির্বাচিত না হওয়াদের মধ্যে ৫ হাজার ৭০০ জনের বেশি জিপিএ-৫ পেয়েছিলেন, কিন্তু কলেজে ভর্তির জন্য নির্বাচিত হননি।
ভালো ফল করা শিক্ষার্থীরাও কেন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হলেন না জানতে চাইলে তিনি বলেন, তারা শুধু ভালো কলেজগুলোতে আবেদন করেছিলেন, যেখানে তাদের থেকেও ভালো ফল করা শিক্ষার্থীরা আবেদন করে নির্বাচিত হয়েছেন।আশা করি, দ্বিতীয় ও তৃতীয় ধাপে তারা কলেজ পছন্দ পাবেন।
এখন নির্বাচিত শিক্ষার্থীদের ২২ আগস্ট রাত ৮টার মধ্যে নির্বাচন নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পরে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে।এরপর ২৩-২৫ আগস্ট দ্বিতীয় পর্যায়ের এবং ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। ২৯ ও ৩০ আগস্ট দ্বিতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।এরপর ৪ আগস্ট তৃতীয় পর্যায়ের নির্বাচন নিশ্চায়ন করতে হবে। ৫ আগস্ট সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।একাদশে ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।