শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
নবীনদের উদ্দেশ্যে ভিসির আহ্বান

তোমরা জানী হও, কিন্তু জ্ঞানপাপী হইও না

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৩:০৫ পিএম

তোমরা জানী হও, কিন্তু জ্ঞানপাপী হইও না

সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে নবনির্মিত টিএসটি ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম সভাপতির বক্তব্য রাখেন।

ভিসি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা মেধার স্বাক্ষর রেখে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। সেই মেধাকে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে হবে। ক্লাসের প্রথম দিন থেকেই মনোযোগী হলে অর্ধেক পড়া সেখানেই শেষ হয়ে যায়, বাকি অর্ধেক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অন্যান্য উৎস থেকে সম্পন্ন করতে হয়। তাই শুরু থেকেই ভালোভাবে পড়াশোনা করতে হবে।” তিনি পরিশ্রমকে সফলতার চাবিকাঠি উল্লেখ করে শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও আত্মনির্ভরতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা শুধু সনদের জন্য নয়, প্রকৃত জ্ঞানার্জনের জন্য। বিদেশে অনেকেই ভালো ফল করে গেলেও দেশের দায়িত্ব ভুলে যায়। তাই তোমরা জ্ঞানী হবে, কিন্তু জ্ঞানপাপী হইও না।” তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকার কথা উল্লেখ করে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও নিবেদিত প্রাণ নাগরিক হিসেবে গড়ে উঠতে আহ্বান জানান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক ও প্রক্টর উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান। অনুষ্ঠানের শুরুতে নবীনদের হাতে রজনীগন্ধা স্টিক, ফোল্ডার, নোটবুক, কলম ও একাডেমিক ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে আইন ও বিচার বিভাগের হুমায়রা মিজান ইন্দিতা এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো: রবিউল ইসলাম অনুভূতি প্রকাশ করেন।

উপাচার্য অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়কে দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং নবীনদের সার্বিক সাফল্য কামনা করেন।

মাতৃভূমির খবর

Link copied!