শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, ট্রাকচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:৪৯ পিএম

আড়াইহাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত, ট্রাকচালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নারীসহ চার জন নিহত হওয়ার ঘটনায় র‍্যাব-১১ দ্রুত তদন্ত চালিয়ে ঘাতক ট্রাকের চালক কাশেম (২৮) কে গ্রেপ্তার করেছে।

‎র‍্যাব-১১ এর অপারেশন অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

‎সোমবার (১৮ আগস্ট ২০২৫ ) সকাল সাতটা বিশ   ঘটিকায় কাশেম কে নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুরে বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশারের নামে নিবন্ধিত সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) মনদপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বিশনন্দী ফেরীঘাটের দিকে যাচ্ছিল। বিকাল অনুমান ৩টার দিকে আড়াইহাজার থানাধীন কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের কাছে সামনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৬০৯) সিএনজিকে ধাক্কা দেয়।

‎‎মামলার এজাহার অনুযায়ী, ঘটনাস্থলেই মোসাঃ পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও জাকির হোসেন (৫৫) মৃত্যুবরণ করেন। আহতরা হলো সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০), যারা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

‎র‍্যাব জানায়, ঘাতক ট্রাকের চালককে দ্রুততার সঙ্গে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব সর্বদা সড়ক দুর্ঘটনার দায়ীদের আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে।

মাতৃভূমির খবর

Link copied!