নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০২:৪৯ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নারীসহ চার জন নিহত হওয়ার ঘটনায় র্যাব-১১ দ্রুত তদন্ত চালিয়ে ঘাতক ট্রাকের চালক কাশেম (২৮) কে গ্রেপ্তার করেছে।
র্যাব-১১ এর অপারেশন অফিসার মোহাম্মদ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
সোমবার (১৮ আগস্ট ২০২৫ ) সকাল সাতটা বিশ ঘটিকায় কাশেম কে নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুরে বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশারের নামে নিবন্ধিত সিএনজি (নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) মনদপুর সিএনজি স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বিশনন্দী ফেরীঘাটের দিকে যাচ্ছিল। বিকাল অনুমান ৩টার দিকে আড়াইহাজার থানাধীন কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রিজের কাছে সামনের দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৪৬০৯) সিএনজিকে ধাক্কা দেয়।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনাস্থলেই মোসাঃ পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও জাকির হোসেন (৫৫) মৃত্যুবরণ করেন। আহতরা হলো সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০), যারা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
র্যাব জানায়, ঘাতক ট্রাকের চালককে দ্রুততার সঙ্গে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব সর্বদা সড়ক দুর্ঘটনার দায়ীদের আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে।
মাতৃভূমির খবর