শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

​❝কুহেলিকা❞

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৪:৩৯ পিএম

​❝কুহেলিকা❞

❝কুহেলিকা❞    
                        মারুফ খান (নিশো)

এক আকাশ পরিমাণ ঐশ্বর্য যদি তোমায় এনে দেই
                তাও কি তুমি আমায় ভালোবাসবে? 
যদি অগ্নি-পথ ছেড়ে পুষ্প-পথ খুঁজে দেই তোমায়,
                তাও কি তুমি আমার গন্তব্যে আসবে?

এ শহর তো তোমার কাছে বড্ড অচেনা-
                যদি অন্তর্চক্ষু দিয়ে চিনিয়ে দেই তোমায়,
যদি দু'হাতে নিয়ে এ শহরটা দেখিয়েও দেই তোমায়, 
                তবু এ শহর তুমি দেখেও দেখবে না!

তুমি হয়তোবা রজকিনী আর আমি চণ্ডিদাস-
                তোমার ঝিলে রিক্ত বরশী, 
পেতেছিলাম এগারো বছর বারো মাস।

একযুগ পরে তুমি ডাকলে ঠিকই আমায়-
                কিন্তু তা কি ছিলো শুধুই তোমার কৌতুহল? 
নচেৎ আমি কেনই বা হাসবো-
                যে হাসির শেষে থাকে একরাশ চক্ষু-জল!

কুহেলিকা, তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই
                নেই কোনো অভিমান, কোনো ঘৃণা। 
মহাবিশ্বের অদৃশ্যঘন মুহূর্তেও বলে যাবো-
                আমি যাকে ভালোবেসেছি তুমি সেই!

Link copied!