শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:১৯ পিএম

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন প্রকাশ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন। বৈঠকে আসন্ন নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে আলাপ হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠকে বলেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, বৈঠকে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের সহযোগিতা করার কথা জানান আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বাংলাদেশের উন্নয়ন চিত্র এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলাপ হয়। যেখানে আসন্ন নির্বাচন অনুষ্ঠান ছিল মূল বিষয়। বৈঠকে জাতিসংঘের দূত বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সাধারণ নির্বাচনে সমর্থন পুনর্নিশ্চিত করেন। আসন্ন নির্বাচন কোন প্রক্রিয়ায় স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে সে বিষয়ে বৈঠকে আলাপ হয়। বৈঠকে সামনে নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন নিয়ে আলাপ হয়। রোহিঙ্গা সংকটে মানবাধিকার তহবিল কমে যাওয়ায় বৈঠকে উভয়েই উদ্বেগ প্রকাশ করেন।

আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। কেননা এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ।

মাতৃভূমির খবর

Link copied!