বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

আজ ডাকসু নিয়ে আপিল বিভাগের শুনানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২১ এএম

আজ ডাকসু নিয়ে আপিল বিভাগের শুনানি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন নিয়ে তৈরি আইনি জটিলতার নিষ্পত্তিতে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ আদালতে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। হাইকোর্টে দেওয়া নির্বাচন স্থগিতাদেশ আপিল বিভাগে চ্যালেঞ্জ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ নিয়মিত বেঞ্চে সেই আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন এবং বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে উপস্থাপনের নির্দেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান, আবেদনটি আজ (বুধবার) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ‘এক নম্বর’ আইটেম হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত প্রার্থী তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেয়। এতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন অনিশ্চয়তায় পড়ে।

এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে। সোমবার বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ সাময়িকভাবে স্থগিত করে, যা মঙ্গলবার পর্যন্ত কার্যকর ছিল। একইসঙ্গে আদালত নির্দেশ দেন, নিয়মিত বেঞ্চে দেওয়ানি বিবিধ আবেদন (সিভিল মিসলেনিয়াস পিটিশন) না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

পরদিন মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই আবেদন আদালতে জমা দেয়। বিকেলে আবেদনটি আদালতের কার্যতালিকায় ওঠে এবং উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

মাতৃভূমির খবর

Link copied!