প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১০:০৭ এএম
বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা ফারুকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, আজকের বৈঠকে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কী কী কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে লক্ষ্য করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাইয়ে যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, জুলাইয়ে কী কী কর্মসূচি থাকবে তা আগামী সোমবার (২৩ জুন) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে ঘোষণা করা হবে।