শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১৭, ২০২৫, ০৫:২৮ এএম

শেখ হাসিনা-কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। নয়তো তাদের অনুপস্থিতিতেই বিচার চলবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার নেতৃত্ব দেয়ার অভিযোগে করা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় এই বিজ্ঞপ্তি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে তাদের আগামী এক সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশনা দিতে বলা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

banner
banner
Link copied!