টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপলোড সময় : ২১-০৮-২০২৪ ০৪:০২:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৮-২০২৪ ০৪:০২:৪৬ অপরাহ্ন
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সকাল থেকে বৃষ্টি চলমান ছিল। বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় মধ্যাহ্নবিরতিতে টসই হয়নি। অবশেষে রোদ দেখা যাওয়ায় প্রথম টেস্টের টস হয়েছে। টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। ম্যাচটি দেখাবে গাজী টিভি ও এ স্পোর্টস। এর আগে সকাল সাড়ে ১০টায় টস ও ১১টায় ম্যাচ শুরুর কথা থাকলেও সকালে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা থাকায় তা সম্ভব হয়নি। 

বাংলাদেশ তাদের স্কোয়াড সাজিয়েছে ৩ পেসার ও ২ স্পিনারকে দিয়ে। পেস অ্যাটাকে রয়েছে শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। অন্যদিকে স্পিনের দায়িত্বে রয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। 

চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসানের জায়গায় ফিরেছেন সাদমান ইসলাম। ২০২২ সালের মার্চে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁহাতি এই ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন। বোলারদের মধ্যে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তার জায়গায় নেয়া হয়েছে তরুণ পেসার নাহিদ রানাকে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।