
নাইজেরিয়ার সাবেক আলোচিত ও জনপ্রিয় প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ৮২ বছর বয়সে মারা গেছেন।
স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) লন্ডনের একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামরিক শাসক হিসেবে মুহাম্মাদু বুহারি দেশ পরিচালনায় আসলেও পরে তিনবার ব্যর্থ হয়ে ২০১৫ সালে নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েন। তিনিই প্রথম নাইজেরিয়ান প্রেসিডেন্ট যিনি বিরোধী প্রার্থী হিসেবে ক্ষমতাসীনকে পরাজিত করেন। এরপর ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি।
অনেকের কাছে তিনি ছিলেন কিছুটা বিচ্ছিন্ন, কঠোর এবং আত্মনিবেদিত হলেও নিজের সততার জন্য বুহারি বিশেষভাবে পরিচিত ছিলেন—যা নাইজেরিয়ার রাজনীতিতে দুর্লভ গুণ হিসেবে বিবেচিত।
মুহাম্মাদু বুহারির মৃত্যুতে নাইজেরিয়া হারাল এক সৎ কিন্তু নানাভাবে আলোচিত এক নেতাকে, যিনি দেশকে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্বে আসলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হননি।
স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) লন্ডনের একটি ক্লিনিকে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামরিক শাসক হিসেবে মুহাম্মাদু বুহারি দেশ পরিচালনায় আসলেও পরে তিনবার ব্যর্থ হয়ে ২০১৫ সালে নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েন। তিনিই প্রথম নাইজেরিয়ান প্রেসিডেন্ট যিনি বিরোধী প্রার্থী হিসেবে ক্ষমতাসীনকে পরাজিত করেন। এরপর ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি।
অনেকের কাছে তিনি ছিলেন কিছুটা বিচ্ছিন্ন, কঠোর এবং আত্মনিবেদিত হলেও নিজের সততার জন্য বুহারি বিশেষভাবে পরিচিত ছিলেন—যা নাইজেরিয়ার রাজনীতিতে দুর্লভ গুণ হিসেবে বিবেচিত।
মুহাম্মাদু বুহারির মৃত্যুতে নাইজেরিয়া হারাল এক সৎ কিন্তু নানাভাবে আলোচিত এক নেতাকে, যিনি দেশকে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে নেতৃত্বে আসলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সফল হননি।