
ট্রোল, বিতর্ক, সমালোচনা আর নেহা কক্কর যেন হাত ধরাধরি করে চলে! মাসখানেক আগেই বিদেশের মাটিতে শো করতে গিয়ে যথাযথ সময়ে না পৌঁছনোয় মারাত্মক কটাক্ষের শিকার হতে হয়েছিল গায়িকাকে। কারি কারি টাকা দিয়ে টিকিট কাটা দর্শকদের ঘণ্টাখানেক অপেক্ষা করানোয় সমালোচনার মুখে পড়েছিলেন নেহা! আর এবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেন ‘উদ্ভট’ ফ্যাশন সেন্সের জন্য!
হাতে লাবুবু ডল নিয়ে নেটপাড়ায় আদুরে পোস্ট করেছিলেন মাত্র! তবে নিন্দুকদের নজর পড়ল নেহা কক্করের পোশাকে। পরনে সাদা ক্রপ টপ। তার উপরে নীল ব্রা! এখানেই শেষ নয়। পরনে ট্র্যাক প্যান্টের ভিতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মিলান্তি জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা আর মুখে হাসি। আর সেটা দেখেই নেটপাড়ার ফ্যাশন পুলিশরা রে রে করে উঠলেন। তাদের প্রশ্ন, ‘অন্তর্বাসই যদি দেখাতে হবে, তাহলে আর পোশাক পরা কেন? শুধু অন্তর্বাস পরেই তো রাস্তায় বেরতে পারতেন!’ এককথায়, ফ্যাশন বিভ্রাটের জেরে নেহা কক্কর বর্তমানে বিতর্কের শিরোনামে।
ভাইরাল ছবি ঘিরে নেটপাড়াতেও কটুক্তির বন্যা। একাংশ বলছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছিঃ!’ কারও প্রশ্ন, ‘এ কোন দুনিয়ার পোশাক?’ কেউ বলছেন, ‘ও কি কোনওদিন ঠিকঠাক কোনও কাজ করেছেন!’ কারও মতে, ‘ওকে এত ট্রোল করবেন না, আবার কখন কেঁদে ফেলবে!’ আবার নেহার পাশে দাঁড়িয়ে কারও মত, ‘উনি জানেন কী পরে বেরিয়েছেন। ওর যেটা ভালো লেগেছে, সেটাই করেছেন।’
আবার কেউ কেউ সুপাম্যানের পোশাকের কথা উল্লেখ করে নেহার উদ্দেশে বললেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস চাপিয়েছেন!’ সবমিলিয়ে ফের চর্চার শিরোনামে নেহা কক্কর। যদিও গায়িকা ঘনিষ্ঠরা সেই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তবে নেটভুবনের ফ্যাশন পুলিশরা বিদ্রুপ করার সুযোগ হাতছাড়া করেননি।
হাতে লাবুবু ডল নিয়ে নেটপাড়ায় আদুরে পোস্ট করেছিলেন মাত্র! তবে নিন্দুকদের নজর পড়ল নেহা কক্করের পোশাকে। পরনে সাদা ক্রপ টপ। তার উপরে নীল ব্রা! এখানেই শেষ নয়। পরনে ট্র্যাক প্যান্টের ভিতর থেকে কোমর পর্যন্ত উঁকি দিচ্ছে রং মিলান্তি জিমের অন্তর্বাস। চোখে রোদচশমা আর মুখে হাসি। আর সেটা দেখেই নেটপাড়ার ফ্যাশন পুলিশরা রে রে করে উঠলেন। তাদের প্রশ্ন, ‘অন্তর্বাসই যদি দেখাতে হবে, তাহলে আর পোশাক পরা কেন? শুধু অন্তর্বাস পরেই তো রাস্তায় বেরতে পারতেন!’ এককথায়, ফ্যাশন বিভ্রাটের জেরে নেহা কক্কর বর্তমানে বিতর্কের শিরোনামে।
ভাইরাল ছবি ঘিরে নেটপাড়াতেও কটুক্তির বন্যা। একাংশ বলছেন, ‘ভীষণ খেলো পোশাক, ছিঃ!’ কারও প্রশ্ন, ‘এ কোন দুনিয়ার পোশাক?’ কেউ বলছেন, ‘ও কি কোনওদিন ঠিকঠাক কোনও কাজ করেছেন!’ কারও মতে, ‘ওকে এত ট্রোল করবেন না, আবার কখন কেঁদে ফেলবে!’ আবার নেহার পাশে দাঁড়িয়ে কারও মত, ‘উনি জানেন কী পরে বেরিয়েছেন। ওর যেটা ভালো লেগেছে, সেটাই করেছেন।’
আবার কেউ কেউ সুপাম্যানের পোশাকের কথা উল্লেখ করে নেহার উদ্দেশে বললেন, ‘লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস চাপিয়েছেন!’ সবমিলিয়ে ফের চর্চার শিরোনামে নেহা কক্কর। যদিও গায়িকা ঘনিষ্ঠরা সেই পোস্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তবে নেটভুবনের ফ্যাশন পুলিশরা বিদ্রুপ করার সুযোগ হাতছাড়া করেননি।