টেক্সাসে বন্যায় নিহত ১০০ ছাড়াল

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:১২:৩৯ অপরাহ্ন
আমেরিকার দক্ষিণাঞ্চলীয় টেক্সাস রাজ্যের হিল কাউন্টিতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১০৪ জন হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, সোমবার (৭ জুলাই) পর্যন্ত মৃত শতাধিক মানুষের মধ্যে ৮৪ জনই কার কাউন্টির।

কার কাউন্টিতে ক্যাম্প মিস্টিক নামের মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে অন্তত ১২ জন এখনও নিখোঁজ।

গুয়াদালুপে নদীর পানি শুক্রবার হঠাৎ বেড়ে দুই তলা ভবনের সমান উচ্চতায় ওঠে। সেই নদীর তীরবর্তী এলাকায় উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

টেক্সাসের হান্ট এলাকায় নদী তীরবর্তী স্থানে ছিল ক্যাম্প মিস্টিক। এ ক্যাম্পের কমপক্ষে ২৭ ক্যাম্পার ও কাউন্সেলর বন্যায় প্রাণ হারিয়েছেন বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ।

কার কাউন্টি শেরিফ ল্যারি লেইটা জানান, বন্যার ঘটনায় নিখোঁজ আছে ক্যাম্প মিস্টিকের কমপক্ষে ১০ ক্যাম্পার ও এক কাউন্সেলর।

এর আগে শেরিফ জানিয়েছিলেন, বন্যার সময় ক্যাম্পটিতে প্রায় ৭৫০ শিশু ছিল।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরোধে কার কাউন্টির জন্য বড় দুর্যোগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে শনিবার অ্যাবট জানান, তিনি প্রথমবারের মতো গ্রীষ্মকালীন ক্যাম্পটি দেখে এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্যাম্পের পরিস্থিতিকে ‘ভয়ানকভাবে বিধ্বস্ত’ আখ্যা দেন এ গভর্নর।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।