কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১২:০৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১২:০৫:৪৬ অপরাহ্ন
পরনে কালো প্যান্ট ও কালো লম্বা হাতার জ্যাকেট। খোলা চুলে চোখে ছিল কালো রঙের সানগ্লাস। ব্যাগ হাতে ভারতের মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে এই বেশেই নামেন বলিউড সেনশন নোরা ফতেহি। কিন্তু রোদচশমাও, লুকাতে পারেনি তার চোখের জল।

স্থানীয় সময় রোববার (৬ জুলাই) এভাবেই কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায় নোরাকে। চোখ ঢাকা থাকলেও তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বলে দেয়, মন ভাল নেই নোরার। অঝোরে কাঁদতে কাঁদতেই ঢুকে পড়েন ইমিগ্রেসনে। পিছনে ছিলেন অভিনেত্রীর দেহরক্ষী।

এ সময় নোরাকে দেখেই কয়েকজন ভক্তের পাশাপশি ছুটে আসেন ফটোগ্রাফাররা। বিমানবন্দরে প্রবেশ করার সময়ে এক ভক্ত নোরার সঙ্গে সেলফি তোলার জন্য অনেকটা এগিয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন দেহরক্ষী। 

দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয়, নোরার মন ভাল নেই। কিন্তু ঠিক কী কারণে অভিনেত্রী কাঁদছেন, তা অবশ্য জানা যায়নি। যদিও অনুরাগীদের অনুমান, কাছের কোনও মানুষকে হারিয়েছেন অভিনেত্রী।

বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার ইন্সটাগ্রামে লিখেন, ‘ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।’ কারও মৃত্যুর খবরেই এটি বলা হয়।

কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে নোরার ওয়েব সিরিজ় ‘দ্য রয়্যালস্‌’। সিরিজ়ে নোরার সঙ্গে দেখা গিয়েছে ঈশান খট্টর, ভূমি পেডনেকর, জ়িনত আমন, সাক্ষী তনওয়ার ও দিনো মোরিয়াকেও। ঈশান খট্টরের প্রাক্তন প্রেমিকা আয়েশার চরিত্রে অভিনয় করেছেন নোরা।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।