
আগস্ট মাস মানেই বর্ষার একঘেয়েমি, আর সেই একঘেয়েমি কাটিয়ে মনভরে বিনোদন দিতে প্রস্তুত নেটফ্লিক্স। রোমান্স, রাজনৈতিক থ্রিলার, অ্যানিমেশন কিংবা রহস্য– সব ঘরানার নতুন কনটেন্টের দাপট থাকবে এই পুরো মাসজুড়ে।
মাসের শুরুতেই প্রেমের বাতাস বয়ে আনবে ‘মাই অক্সফোর্ড ইয়ার’। জুলিয়া হুইলানের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে এক উচ্চাকাঙ্ক্ষী তরুণী অক্সফোর্ডে গিয়ে প্রেম ও স্বপ্নের দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন। একদিকে মন কাড়বে প্রেম, অন্যদিকে টানবে নিজের ভবিষ্যত পরিকল্পনা।
এরপরই রহস্যে মোড়া ফিরে আসছে ‘ওয়েডনসডে’ সিরিজের দ্বিতীয় মৌসুম। নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছেন লেডি গাগা, যা সিরিজের রহস্যময়তা ও জনপ্রিয়তাকে আরো উঁচুতে নিয়ে যাবে।
তবে যারা হাস্যরস ভালোবাসেন, তাদের জন্য রয়েছে ‘ফিক্সড’ নামের একটি অ্যানিমেটেড ছবি, যেখানে এক বুনো কুকুরের জীবনের শেষ মুহূর্তে ঘটে যাওয়া দুঃসাহসিক যাত্রা দেখানো হবে। রঙিন, আবেগঘন আর মজার এই যাত্রা মন জয় করে নেবে সব বয়সের দর্শকের।
রাজনৈতিক ঘরানার প্রেমীদের জন্য অপেক্ষা করছে ‘হোস্টেজ’। একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্টের মধ্যকার সঙ্কটঘন পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠা সিরিজটি থ্রিলারপ্রেমীদের রাতের ঘুম কেড়ে নিতে প্রস্তুত।
এছাড়া ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিরিজের দ্বিতীয় মৌসুমে আরও আবেগ আর পারিবারিক টানাপোড়েন আসছে।
অ্যানিমেশনপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক হচ্ছে ‘লং স্টোরি শর্ট’। এক পরিবারের কয়েক দশকের কাহিনি নিয়ে নির্মিত এই সিটকম হাস্যরসের সঙ্গে সঙ্গে জীবনবোধও ছড়িয়ে দেবে।
মাসের শেষ দিকে রয়েছে ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’। প্রবীণ নাগরিকদের একটি দল তাঁদের গ্রামের রহস্যময় খুনের কাহিনি উদঘাটন করতে গিয়ে আরও গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হবে।
আর দেশের দর্শকদের হাসির খোরাক দিতে চলেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর তৃতীয় মৌসুম। বলিউডের জনপ্রিয় মুখদের নিয়ে কাপিল শর্মার চেনা কায়দায় হাসি ও গসিপে ভরপুর এই শোও থাকবে দর্শক পছন্দের তালিকায়।
সব মিলিয়ে আগস্ট মাসে নেটফ্লিক্সের এই বাহারি বিনোদন লাইনআপ দর্শকদের পর্দার সামনে বেঁধে রাখতে প্রস্তুত।
মাসের শুরুতেই প্রেমের বাতাস বয়ে আনবে ‘মাই অক্সফোর্ড ইয়ার’। জুলিয়া হুইলানের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে এক উচ্চাকাঙ্ক্ষী তরুণী অক্সফোর্ডে গিয়ে প্রেম ও স্বপ্নের দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন। একদিকে মন কাড়বে প্রেম, অন্যদিকে টানবে নিজের ভবিষ্যত পরিকল্পনা।
এরপরই রহস্যে মোড়া ফিরে আসছে ‘ওয়েডনসডে’ সিরিজের দ্বিতীয় মৌসুম। নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছেন লেডি গাগা, যা সিরিজের রহস্যময়তা ও জনপ্রিয়তাকে আরো উঁচুতে নিয়ে যাবে।
তবে যারা হাস্যরস ভালোবাসেন, তাদের জন্য রয়েছে ‘ফিক্সড’ নামের একটি অ্যানিমেটেড ছবি, যেখানে এক বুনো কুকুরের জীবনের শেষ মুহূর্তে ঘটে যাওয়া দুঃসাহসিক যাত্রা দেখানো হবে। রঙিন, আবেগঘন আর মজার এই যাত্রা মন জয় করে নেবে সব বয়সের দর্শকের।
রাজনৈতিক ঘরানার প্রেমীদের জন্য অপেক্ষা করছে ‘হোস্টেজ’। একজন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্টের মধ্যকার সঙ্কটঘন পরিস্থিতির উপর ভিত্তি করে গড়ে ওঠা সিরিজটি থ্রিলারপ্রেমীদের রাতের ঘুম কেড়ে নিতে প্রস্তুত।
এছাড়া ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’ সিরিজের দ্বিতীয় মৌসুমে আরও আবেগ আর পারিবারিক টানাপোড়েন আসছে।
অ্যানিমেশনপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক হচ্ছে ‘লং স্টোরি শর্ট’। এক পরিবারের কয়েক দশকের কাহিনি নিয়ে নির্মিত এই সিটকম হাস্যরসের সঙ্গে সঙ্গে জীবনবোধও ছড়িয়ে দেবে।
মাসের শেষ দিকে রয়েছে ‘দ্য থার্সডে মার্ডার ক্লাব’। প্রবীণ নাগরিকদের একটি দল তাঁদের গ্রামের রহস্যময় খুনের কাহিনি উদঘাটন করতে গিয়ে আরও গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হবে।
আর দেশের দর্শকদের হাসির খোরাক দিতে চলেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর তৃতীয় মৌসুম। বলিউডের জনপ্রিয় মুখদের নিয়ে কাপিল শর্মার চেনা কায়দায় হাসি ও গসিপে ভরপুর এই শোও থাকবে দর্শক পছন্দের তালিকায়।
সব মিলিয়ে আগস্ট মাসে নেটফ্লিক্সের এই বাহারি বিনোদন লাইনআপ দর্শকদের পর্দার সামনে বেঁধে রাখতে প্রস্তুত।