জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: আসিফ

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১২:১৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১২:১৩:২০ অপরাহ্ন
জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (৫ জুলাই) রাতে সামাজিক যোগাযেগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে লিখেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন। এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা।’

“জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না। জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে “ 

পোস্টে তিনি আরও লিখেন, “একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।