চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করেছেন মম

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৩৫:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১০:৩৫:১১ অপরাহ্ন
ছোট ও বড় পর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন।

গত ২৫ মে তিনি পদত্যাগপত্র জমা দেন, তবে বিষয়টি প্রকাশিত হয় মঙ্গলবার (১ জুলাই) ৩২টি চলচ্চিত্রের জন্য ১৩ কোটি টাকার অনুদান ঘোষণা করার পর।

মম জানান, তিনি ব্যক্তিগত এবং পেশাগত কারণ দেখিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মম বলেন, ক্ষমতার কাছে আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই, আমি শুধু কাজ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই আমার মতে, যিনি আমার পদে এসে কাজ করবেন, তিনি কমিটির জন্য ভালো করবেন।

মম ছাড়াও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক এবং অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া ও নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।