যে ভয়ংকর গোয়েন্দা তথ্যের কারণে যুদ্ধবিরতির উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১১-০৫-২০২৫ ১১:১৮:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৫-২০২৫ ১১:১৮:২০ পূর্বাহ্ন
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও দুই পক্ষই আবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। 

পাক-ভারতের গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ মার্কিন প্রশাসনের একটি কেন্দ্রীয় দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান।

এর পেছনে দুই দেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধির কারণে উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পরই ভ্যান্স এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম সিএনএন। 

ভারত ও পাকিস্তানের সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয়। যেখানে হোয়াইট হাউজকে জানানো হয়, এই সংঘাত আরও মারাত্মক রূপ নিতে পারে এবং সপ্তাহের শেষদিকে বড় ধরনের সংঘর্ষ হতে পারে। 

এর পরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট করে যুদ্ধবিরতির কথা বলেন এবং একপর্যায়ে তা কার্যকর

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।