তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরবাসী, স্বস্তি মিলবে কবে?

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০১:৪৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০১:৪৫:৩৬ অপরাহ্ন
তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা। গরমে পুড়ছে নগরবাসী। সারাদেশে বয়ে যাওয়া এ তাপপ্রবাহ শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বর্তমানে সিলেট ছাড়া দেশের বাকি ৬৩টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতি আগামী ১২ মে-এর আগে বা পরে কিছুটা প্রশমিত হতে পারে। এ সময় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বোচ্চ ৪২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে স্বস্তির খবর হচ্ছে, ১৮ থেকে ১৯ মে-এর পর ধীরে ধীরে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

তাপপ্রবাহ চলাকালীন সবাইকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।