পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা, জবাব দিচ্ছে ইসলামাবাদ

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৩৯:৪৫ পূর্বাহ্ন
ভারত এবার পাকিস্তানের সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানল। পাকিস্তানের ড্রোন হামলার জবাবে দেশটির ৩টি বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে ইসলামাবাদও পাল্টা হামলা শুরু করেছে। 

পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাতে বিবিসি, আল জাজিরা ও রয়টার্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, রাওয়ালপিন্ডির নূর খান, মুরিদ ও  শোরকট বিমানঘাঁটিতে হামলায় ভারত একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে, সবগুলো বিমানঘাঁটি নিরাপদে আছে। 

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দিল্লি যা শুরু করেছে ইসলামাবাদ তা শেষ করবে। তারা ভারতের বিরুদ্ধে একটি পাল্টা অভিযান শুরু করেছে। অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন বেনিয়ান মার্সাস।

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স দাবি করেছে, পাকিস্তানের অভ্যন্তরে অন্তত ৪টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

এর আগে, শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরসহ ভারতের কয়েকটি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ জনকে হত্যা করার জেরে গত ৭ এপ্রিল মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর থেকে হামলা-পাল্টা হামলার চলছে পারমানবিক শক্তিধর দুই প্রতিবেশী মধ্যে।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।