এবার স্ক্রিনশট থেকে লোকেশন খুঁজে দেবে গুগল ম্যাপ

আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০২:২৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০২:২৯:২৯ অপরাহ্ন
সময়ের সঙ্গে সঙ্গে আরও স্মার্ট হয়ে উঠছে গুগল ম্যাপ। সম্প্রতি গুগল নিয়ে এসেছে এক নতুন ফিচার। এটি আপনার স্ক্রিনশট স্ক্যান করে সেটাকে সেভ করে রাখবে লোকেশন হিসেবে। কিন্তু কীভাবে সম্ভব?

ধরা যাক, একটি ক্যাফে খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে। সেটির স্ক্রিনশট নিয়ে রাখলেন। পরে ভাবলেন গুগল ম্যাপে সার্চ করবেন। কিন্তু তার আর প্রয়োজন পড়বে না। বাকি কাজটা করবে গুগল ম্যাপ। 

জেমিনি এআই ব্যবহার করে সেই অ্যাপ ওই স্ক্রিনশট থেকে জায়গাটি সংক্রান্ত তথ্য খুঁজে বের করবে। আপনাকে অপশন দেবে স্পটগুলো সেভ করতে।

এই নতুন ফিচার যেভাবে কাজ করবে

এই ফিচারটি শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। প্রথমেই নিশ্চিত হতে হবে আপনার আইফোনে থাকা গুগল ম্যাপটি আপডেটেড কি না। এরপর ‘ইউ’ ট্যাবে গেলেই দেখবেন ‘স্ক্রিনশট’ নামের একটি নতুন প্রাইভেট লিস্ট। সেখানে স্পর্শ করলে একটি ডেমোর সাহায্যে আপনাকে দেখিয়ে দেওয়া হবে কী করে কাজ করবে ফিচারটি। দেখতে পাবেন, কেমন করে পপ আপ করছে রিভিউ স্ক্রিন। কেবল আপনার সম্মতির অপেক্ষা। তাহলেই সেভ হয়ে যাবে জায়গাটি।

ইদানিং গন্তব্যে পৌঁছাতে গুগল ম্যাপের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। যদিও অনেক সময় নানা ধরনের বিপত্তিও ঘটেছে। গুগল ম্যাপকে ভরসা করে এক তরুণ ৩০ ফুট গভীর নর্দমায় পড়ে মারা যায়। এই ধরনের বিপত্তি এড়াতে তৎপর রয়েছে গুগল।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।