
সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের আজ ৯ মে জেদ্দায় গান শোনাবেন নগর বাউল জেমস। বিষয়টি নিশ্চিত করে জেমসের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, দেখা হবে জেদ্দাতে ৯ মে।’
সৌদি সরকারের আয়োজনে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে জেদ্দায় কনসার্টে অংশ নিচ্ছেন এই রক আইকন। কনসার্টে জেমসের সঙ্গে গান গাইবেন আরও দুই শিল্পী-সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া।
এর আগে ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গানে গানে মাতিয়ে তুলেছিলেন জেমস। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন দেশের শিল্পীদের এক মঞ্চে আনতে ২০১৯ সাল থেকে চালু হয়েছে ‘রিয়াদ সিজন’। সেই ধারাবাহিকতায় এ বছর নতুন আয়োজনে যোগ হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা। জেদ্দার কনসার্টেও থাকবে চমক।
সৌদি সরকারের আয়োজনে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে জেদ্দায় কনসার্টে অংশ নিচ্ছেন এই রক আইকন। কনসার্টে জেমসের সঙ্গে গান গাইবেন আরও দুই শিল্পী-সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া।
এর আগে ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গানে গানে মাতিয়ে তুলেছিলেন জেমস। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন দেশের শিল্পীদের এক মঞ্চে আনতে ২০১৯ সাল থেকে চালু হয়েছে ‘রিয়াদ সিজন’। সেই ধারাবাহিকতায় এ বছর নতুন আয়োজনে যোগ হয়েছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান, ভারত, ফিলিপাইনসের বিভিন্ন অঙ্গনের তারকারা। জেদ্দার কনসার্টেও থাকবে চমক।