পাকিস্তানের হামলায় থেমে গেছে আইপিএলের ম্যাচ

আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ১১:৩৩:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ১১:৩৩:১২ অপরাহ্ন
ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার রেশ পড়ল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় পাকিস্তানের হামলার জেরে আইপিএলের পাঞ্জাব কিংস-দিল্লি 
ক্যাপিটালসের ম্যাচ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) হিমাচলের ধর্মশালায় ম্যাচটি চলাকালীন হঠাৎ করেই ফ্লাডলাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায়। এরপর এক এক করে নিভে যায় বাকি ফ্লাডলাইটও। এমন ধোঁয়াশার মধ্যে ক্রিকেট বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকইনফো তাদের ম্যাচের লাইভ আপডেটে জানায়, ম্যাচ স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দর্শকদের মাঠ ছেড়ে যেতে বলা হয়েছে। 

পরে জানা গেছে, আজ রাত নয়টার কিছুক্ষণ আগে জম্মুসহ সীমান্তবর্তী ভারতের কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। এরপরই স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয়েছে।

স্থগিত হওয়ার আগে এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করেছে। ৩৪ বলে ৫ চার ও ৬ ছয়ে ৭০ রান করে আউট হয়েছেন প্রিয়াংশ আর্য।

এছাড়াও রোববার (১১ মে) ধর্মশালার পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস-এর ম্যাচটিরও স্থান পরিবর্তন করা হয়েছে। ওই ম্যাচটি হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে।

গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচটির স্থান বদল করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রেক্ষিতে ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর যার মধ্যে রয়েছে ধর্মশালার বিমানবন্দরও।

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকোশা, সাধারণ বিমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।