
ভারতের হামলায় পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
মঙ্গলবার (৬ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংকটের মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে।
পাকিস্তান আইএসপিআরের মহা-পরিচালক জানিয়েছেন, ‘পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আমরাও প্রস্তুত রয়েছি।’
মঙ্গলবার (৬ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংকটের মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের জরুরি তলব করা হয়েছে।
পাকিস্তান আইএসপিআরের মহা-পরিচালক জানিয়েছেন, ‘পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আমরাও প্রস্তুত রয়েছি।’