
সকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রাম স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৭ উইকেটে ২৯৭ রান নিয়ে বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ১০ মিনিট পরই নামে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ১৬ বল পরই বন্ধ হয়ে যায় খেলা। এই সময় বাংলাদেশ যোগ করতে পারে ১২ রান।
বৃষ্টির স্থায়িত্ব ছিল অবশ্য ২০ মিনিট। বৃষ্টি থামার পর মাঠকর্মীরা উইকেট থেকে কাভার সরিয়ে ফেলেন। মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, রিচার্ড কিথ ইলিংওয়ার্থ ও তৃতীয় আম্পায়ার গাজী সোহেল উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করেন। ২০ মিনিট পর পুনরায় খেলা শুরুর সবুজ সংকেত পাওয়া যায়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮৯.৪ ওভারে ৭ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। মিরাজ ২১ এবং তাইজুল ১১ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯০তম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ব্লেসিং মুজারাবানিকে চার মেরে বাংলাদেশের রান ৩০০ পার করে দেন তাইজুল। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে।
প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৭ উইকেটে ২৯৭ রান নিয়ে বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ব্যাটিং করেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে মাত্র ১০ মিনিট পরই নামে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ১৬ বল পরই বন্ধ হয়ে যায় খেলা। এই সময় বাংলাদেশ যোগ করতে পারে ১২ রান।
বৃষ্টির স্থায়িত্ব ছিল অবশ্য ২০ মিনিট। বৃষ্টি থামার পর মাঠকর্মীরা উইকেট থেকে কাভার সরিয়ে ফেলেন। মাঠের দুই আম্পায়ার কুমার ধর্মসেনা, রিচার্ড কিথ ইলিংওয়ার্থ ও তৃতীয় আম্পায়ার গাজী সোহেল উইকেটের অবস্থা পর্যবেক্ষণ করেন। ২০ মিনিট পর পুনরায় খেলা শুরুর সবুজ সংকেত পাওয়া যায়।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৮৯.৪ ওভারে ৭ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। মিরাজ ২১ এবং তাইজুল ১১ রানে অপরাজিত ছিলেন। এর আগে ৯০তম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ব্লেসিং মুজারাবানিকে চার মেরে বাংলাদেশের রান ৩০০ পার করে দেন তাইজুল। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে।