পাক-ভারত সীমান্তে আবারও গোলাগুলি

আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০১:৩৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০১:৩৩:১৪ অপরাহ্ন
সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এবার দ্বিতীরবারের মতো দুই দেশের সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। তবে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ে হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পাকিস্তানি সেনাবাহিনী একাধিক পোস্ট থেকে গুলি চালিয়েছে। 

ভারতীয় সেনবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। দুই রাতের মধ্যে দ্বিতীয়বারের মতো পাকিস্তানি সেনারা ভারতীয় পক্ষকে উসকানি দেওয়ার চেষ্টা করেছে।

এ ছাড়া ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন যে, পাকিস্তান গুলিবর্ষণ করলে ভারতও পাল্টা গুলিবর্ষণ করে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

সেবারও পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালানো এবং এর জবাবে ভারতের সেনাবাহিনী পালটা গুলি ছোড়ার কথা জানায় এনডিটিভি। 

সম্পাদকীয় :

সম্পাদক: মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ

প্রকাশক ও প্রধান সম্পাদক: রেজাউল করিম

অফিস :

প্রধান কার্যালয়ঃ ২৪/২৫, দিলকুশা, সাধারণ বীমা ভবন, লিফট-৪ (৫ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০ ।

রেজিঃ নং ডিএ ৬৪৪২।  নিবন্ধিত দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল নং ৮৪।