ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৪৫:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৪৫:৩৭ অপরাহ্ন
মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ ছবি: সংগৃহীত

ভারতের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন অবস্থান করার পর মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ মোট ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫-এর নিকট নোম্যান্সল্যান্ড এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন ৬ বিজিবির প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে ছিলেন ১৬১ বিএসএফ-এর কোম্পানি কমান্ডাররা।

 

ফেরত আসা ব্যক্তিরা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানকার বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন বলে বিজিবি সূত্রে জানা গেছে।

 

বিকেল ৩টায় ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, ফেরতপ্রাপ্তদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে অবৈধভাবে প্রবেশ ও অবস্থান করা ব্যক্তিদের বিষয়ে সতর্কতা ও জনসচেতনতা বাড়াতে স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ