গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে মোবাইল হ্যাকিং চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রযুক্তিনির্ভর প্রতারণা ও হ্যাকিং কার্যক্রমে জড়িত ছিল এবং আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস টিম এবং গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৫) এবং আব্দুর রশিদের ছেলে মুন্না (২০)।
অভিযানের সময় তাদের কাছ থেকে হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ৫টি সিমকার্ড এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই তাহসিনুর রহমান বাদী হয়ে প্রতারণা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আসাদুজ্জামান আসাদ, সঙ্গীয় পুলিশ ফোর্সসহ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, "গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"