ঢাকা , শনিবার, ০২ অগাস্ট ২০২৫ , ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার: ডিবি

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৫:১১ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৫:১১ অপরাহ্ন
নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেফতার: ডিবি ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃতদের পরিচয়:

১. এস এম জালাল – স্বেচ্ছাসেবক লীগ, ৩১ নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ (সাবেক সাধারণ সম্পাদক)
২. মো. শিবলু – ২ নম্বর ইউনিট আওয়ামী লীগ, ৩৩ নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ (সাধারণ সম্পাদক)
৩. আফজালুন নেছা হাসান বাসেত – কুমিল্লা জেলা আওয়ামী লীগ (কার্যনির্বাহী সদস্য, ক্রম ১৩)
৪. মো. জসিম উদ্দিন ওরফে লিটন – যুগ্ম সাধারণ সম্পাদক, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ, কিশোরগঞ্জ
৫. আশিকুর রহমান – যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রলীগ (নিষিদ্ধ), জসীমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
৬. মাহাবুবুর রহমান হিরন – সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ; সাবেক প্রেসিডিয়াম সদস্য, যুবলীগ
৭. সামসুদ্দীন ভূঁইয়া – সাবেক কাউন্সিলর, ৬৫ নম্বর ওয়ার্ড, ঢাকা
৮. মো. মিজানুর রহমান – সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ (গাজীপুর মহানগর), নিষিদ্ধ ঘোষিত সংগঠন

 

সময় ও স্থানভিত্তিক গ্রেফতার:

  • বৃহস্পতিবার (৩১ জুলাই), বিকেল ৫:৩০ টায়, লালবাগ থেকে এস এম জালাল

  • রাত ৮:৩০ টায়, বংশাল এলাকা থেকে মো. শিবলু

  • রাত ১০:৩০ টায়, সেগুনবাগিচা এলাকা থেকে আফজালুন নেছা হাসান বাসেত

  • মধ্যরাতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে মো. জসিম উদ্দিন

  • রাত ১২:১৫ মিনিটে, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আশিকুর রহমান

  • রাত ১২:৩০ মিনিটে, পান্থপথ এলাকা থেকে মাহাবুবুর রহমান হিরন

  • রাত ১২:৪৫ মিনিটে, মাতুয়াইল এলাকা থেকে সামসুদ্দীন ভূঁইয়া

  • রাত ১০:০০ টায়, উত্তরা ১১ নম্বর সেক্টর থেকে মো. মিজানুর রহমান

 

ডিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই আটজনকে আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

 

এই বিষয়ে ডিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য ও মামলার বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ