ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

গাজায় ত্রাণ নিতে আসা ৩৩ জনকে গুলি করে হত্যা

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন
গাজায় ত্রাণ নিতে আসা ৩৩ জনকে গুলি করে হত্যা
ভয়াবহ মানবিক পরিস্থিতি বিবেচনায় অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ভেঙে উপত্যাকাটি ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শেষ ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ত্রাণের খাবার নিতে আসা ৩৩ জনকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। এ সময়কার হামলায় মোট তিন শতাধিক বেসামরিক মানুষকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা বুধবার (৩০ জুলাই) রাতে এই তথ্য জানিয়েছে।

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার সরাসরি বেসামরিক মানুষ, শিশু, নারী, আশ্রয়কেন্দ্র ও খাদ্যের সন্ধানে থাকা মানুষদের টার্গেট করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী। এ হামলায় অন্তত শতাধিক মরদেহ ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রের আশপাশে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে প্রায় ১২০০ জনে পৌঁছেছে।

ওই বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, ইসরায়েলি বাহিনীর মন্ত্রণালয়ের হামলার পর গাজায় গত ২১ মাসে মোট নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার জনে পৌঁছেছে।

বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণ ব্যবস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) একটি নতুন প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে যে, গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন গতকাল মঙ্গলবার মৃত্যুর এই ভয়াবহ মাইলফলক স্পর্শ করেছে।

সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে, গাজা উপত্যকার বেশিরভাগ অংশে খাদ্য গ্রহণের জন্য দুর্ভিক্ষের সীমা এবং গাজা সিটিতে তীব্র অপুষ্টির জন্য দুর্ভিক্ষের সীমা অতিক্রম করা হয়েছে।’

জুলাইয়ের প্রথমার্ধে অপুষ্টি দ্রুত বৃদ্ধি পেয়েছে, এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০ হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টি নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে।

অন্যদিকে, গাজার মিডিয়া অফিস আগেই জানিয়েছে- ইসরায়েলি সেনারা উত্তর গাজা অঞ্চলের এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ