ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামির আঘাত

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামির আঘাত
রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরে দেশটির কিছু অংশে ১০ থেকে ১৩ ফুট উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। জাপানেরও ৩০ সেমি উচ্চতার ঢেউ আঘাত হেনেছে বলে জানা গেছে।

বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় দিবাগত রাতে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি। এরপর সুনামি সতর্কতা জারি করা হয়।  
 
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে ৩০ সেমি (১২ ইঞ্চি) উচ্চতার প্রথম ঢেউ আঘাত হেনেছে এবং কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে পরবর্তী ঢেউ আরও বড় হতে পারে।

ভূমিকম্পের পর  মার্কিন কর্তৃপক্ষ আলাস্কা এবং হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। 
 
হাওয়াই ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের পাশাপাশি মার্কিন দ্বীপপুঞ্জ গুয়াম এবং মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপপুঞ্জে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে। 
 
এদিকে, হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের পশ্চিম উপকূলের হোটেলগুলো অতিথিদের সরিয়ে নিচ্ছে কারণ রাজ্যের সমস্ত দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
 
কাইলুয়া উপসাগরের উপকূলে অবস্থিত কোর্টইয়ার্ড কিং কামেহামেহার কোনা বিচ হোটেল, ম্যারিয়ট হোটেল, এখন বন্ধ রয়েছে এবং সমস্ত অতিথিদের কেয়ালাকেহে হাই স্কুলে সরিয়ে নেয়া হচ্ছে, যা উত্তরে আরও দূরে অবস্থিত। 
 
হোটেলের একজন মুখপাত্র সিএনএনকে এসব জানিয়েছেন।
 
মুখপাত্র বর্তমানে হোটেলে কতজন অতিথি অবস্থান করছেন তা বলতে বা সবাইকে সরিয়ে নিতে কত সময় লাগবে তার কোনো সময়সীমা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে অতিথিদের স্কুল বাসে স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ