গাজায় সাময়িক যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলায় নিহত ৬৩
আপলোড সময় :
২৮-০৭-২০২৫ ১১:০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৫ ১১:০৪:২৯ পূর্বাহ্ন
অবরুদ্ধ গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের মধ্যেই ইসরায়েল ১০ ঘণ্টার ‘কৌশলগত যুদ্ধবিরতি’ ঘোষণা দিয়েছে। এটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা (স্থানীয় সময়) পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট এলাকায় কার্যকর থাকবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে, মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে সহায়ক পরিবেশ সৃষ্টি করা।
তবে বিরতির ঘোষণার পরপরই গাজায় রোববার (২৭ জুলাই) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া আরও জন অনাহারে মারা গেছেন। নিহতদের ৩৪ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ। সোমবার (২৮ জুলাই) আলজাজিরা এসব খবর নিশ্চিত করেছে।
গাজার পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিয়েছে যে, মারাত্মক অপুষ্টিতে ভুগে শনিবার ৫ মাস বয়সী এক শিশু জয়নাব তার মায়ের কোলে মারা যায়। এদিন আরও পাঁচজন ফিলিস্তিনি নাগরিক ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা এখন কার্যত এক ‘মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থল’, যেখানে সাহায্য আটকে আছে সীমান্তে, আর ভেতরে বেঁচে থাকার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে হাজারো মানুষ।
ইসরায়েলি নৌবাহিনী শনিবার রাতে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ‘হানদালা’-তে হামলা চালিয়ে ২১ জন আরোহীসহ জাহাজটি আটক করে। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত একটি মানবিক মিশন ছিল, যেখানে ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংসদ সদস্যরাও। জাহাজটি ইতালি থেকে ছেড়ে আসা অবস্থায় গাজার অবরোধ ভেঙে সাহায্য পৌঁছাতে চেয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স