মালয়েশিয়ায় আজ যুদ্ধবিরতি আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া
আপলোড সময় :
২৮-০৭-২০২৫ ১১:০৩:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৮-০৭-২০২৫ ১১:০৩:১৬ পূর্বাহ্ন
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান চার দিনের যুদ্ধের অবসান ঘটাতে মালয়েশিয়ায় শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে প্রতিবেশী দুই দেশ ।
সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে আলোচনায় বসার কথা এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা হতে যাচ্ছে ।
থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় হতে যাওয়া আলোচনায় যোগ দেবেন। মালয়েশিয়া তাদের জানিয়েছে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুম মানেটও যোগ দেবেন আলোচনায়।
এর আগে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের নেতাদের তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য চাপ দেয়ার পরেও সংঘাত বন্ধ করেনি দুই দেশ। তবে সবশেষ মালয়েশিয়ার মধ্যস্ততায় আলোচনার টেবিলে বসছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।
স্কটিশ গলফ কোর্সে ব্যক্তিগত সফরের শুরুতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘উভয় দেশ অবিলম্বে আলোচনায় বসতে, দ্রুত যুদ্ধবিরতি এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।’
উভয় দেশই তার প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান ট্রাম্প। তবে, শনিবার তার এমন পোস্টের পরও রাতভর গোলাগুলি অব্যাহত ছিল দু’দেশের মধ্যে।
থাই সরকার জানিয়েছে, ২৪ জুলাই সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩৩ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার থাই ও কম্বোডিয়ান নাগরিক।
সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত নিয়ে থাই সেনারা দাবি করেছেন, কম্বোডিয়ার ড্রোন সীমান্ত এলাকায় তাদের নজরদারি করছিল। কম্বোডিয়া পাল্টা অভিযোগ করে জানায়, অতীতের চুক্তি লঙ্ঘন করে থাই সেনারা একটি খেমার-হিন্দু মন্দিরের দিকে গেলে তা সংঘাতের দিকে গড়ায়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স