ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিল ফ্রান্স
আপলোড সময় :
২৫-০৭-২০২৫ ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৫ ১০:৫৯:৫৯ পূর্বাহ্ন
চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঘোষণাটি মাখোঁ জানান, তিনি মনে করেন যে ফ্রান্সের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সহায়ক হবে।
ওই চিঠিতে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পাঠানো একটি চিঠি সংযুক্ত করেন।
চিঠিতে প্রথম বৃহৎ কোনো পশ্চিমা রাষ্ট্র হিসেবে ফ্রান্সের তরফ থেকে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির ইচ্ছা প্রকাশ করেন মাখোঁ।
ফিলিস্তিনের গাজায় দীর্ঘ যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর বিভিন্ন দেশের ক্রমবর্ধমান চাপের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট তার পরিকল্পনার কথা জানালেন।
দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজায় প্রায় নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি।
ইসরায়েলি হামলায় বাড়িঘর, হাসপাতাল থেকে শুরু করে ধর্মীয় স্থাপনা বিধ্বস্ত হয়ে গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দেশটির অবরোধের কারণে ন্যূনতম পরিমাণ খাদ্য পৌঁছাতে পারছে না উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। ফলে ক্ষুধা ও অপুষ্টি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।
গাজায় অনাহার ও অপুষ্টির কারণে কমপক্ষে ১১৫ জনের মৃত্যু হয়েছে।
এমন বাস্তবতায় উপত্যকায় অসম যুদ্ধ বন্ধে প্রতিনিয়ত চাপ বাড়ছে ইসরায়েলের ওপর, তবে যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি গাজার নিয়ন্ত্রক দল হামাস ও ইসরায়েল।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স