কম্বোডিয়ার ২ সামরিক স্থাপনায় থাইল্যান্ডের হামলা
আপলোড সময় :
২৪-০৭-২০২৫ ০৬:১৭:২২ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৫ ০৬:১৭:২২ অপরাহ্ন
উত্তেজনার মধ্যে এবার থাইল্যান্ডের বিমান বাহিনী কম্বোডিয়ার দুটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাথানি প্রদেশ থেকে ছয়টি এফ-১৬ ফাইটার জেট বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উড়াল দেয় এবং নির্দিষ্ট দুইটি সামরিক অবস্থানে হামলা চালায়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্যাংকক পোস্ট।
থাইল্যান্ডের রয়্যাল আর্মির উপ-মুখপাত্র কর্নেল রিচা সুকসুয়ানন বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যে বিমান শক্তি ব্যবহার করেছি।’
থাই সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার ভোরে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের সুরিন প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে গুলি চালায় এবং সিসা কেট প্রদেশের দিকে রকেট নিক্ষেপ করে।
এর আগে ভোর ৭টা ৩৫ মিনিটে কম্বোডিয়ার একটি ড্রোন সুরিন প্রদেশের ফানম ডং রাক জেলার তা মুয়েন থম মন্দিরের ধ্বংসাবশেষের কাছে উড়তে দেখা যায়।
এরপর ছয়জন কম্বোডিয়ান সেনা রকেট প্রপেলড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে থাই সেনা ঘাঁটির সামনে কাঁটাতারের বেড়ার কাছে এগিয়ে আসে।
ঘটনাস্থলে থাকা থাই সেনারা উত্তেজনা এড়াতে তাদের সতর্ক করেন, কিন্তু সংঘর্ষ এড়ানো যায়নি।
থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, সীমান্তে ছয়টি স্থানে সংঘর্ষ চলছে। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি সীমান্তবর্তী প্রদেশে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স