সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় চার আসামি কারাগারে
আপলোড সময় :
২৪-০৭-২০২৫ ০৬:১৬:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৭-২০২৫ ০৬:১৬:০৮ অপরাহ্ন
সচিবালয়ে ঢুকে ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মোহাম্মদ মাহমুদুল হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী সালাউদ্দিন খান ও তাহমিনা আক্তার লিজা তাদের জামিনের আবেদন করেন।
এছাড়া রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- আশিকুর রহমান তানভীর, জেফরী অভিষেক সিকদার, আবু সফিয়ান ও মো. শাকিল মিয়া।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনা কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করেন। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশ্যে মার্চ করলেও পরে শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে সচিবালয়ের সামনে অবস্থান নেন। পরবর্তীতে তারা বেআইনিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের প্রধান গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন।
এ ঘটনায় ২২ জুলাই সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মমালায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স