‘মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে’
আপলোড সময় :
২৩-০৭-২০২৫ ০৬:০৩:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৭-২০২৫ ০৬:০৩:৫৩ অপরাহ্ন
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিমান বিধ্বস্তের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি জানিয়েছেন।
পোস্টে সারজিস আলম লেখেছে, ‘তথাকথিত তদন্ত নয় বরং মাইলস্টোন ট্রাজেডির জন্য দায়ী যেই হোক না কেন, সেটা বের করে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই বাংলাদেশে আমরা আর এমন ট্রাজেডি দেখতে চাই না। এভাবে জীবনগুলোকে হারাতে চাই না।’
একই পোস্টে সারজিস আরও লেখেন, ‘জুলাইয়ের গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। অভ্যুত্থানে আমরা যারা একসঙ্গে লড়াই করেছি, সেই ফ্যাসিস্টবিরোধী শক্তিকে আওয়ামী লীগ প্রশ্নে আপসহীন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এছাড়াও পোস্টের শেষ অংশে মাইলস্টোন ট্রাজেডিতে হতাহতদের প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমরা যে ভাই বোনদেরকে হারিয়েছি এবং যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া। আল্লাহ শোক-সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স