ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না: আব্বাস আরাঘচি

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১০:৪২:৫৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১০:৪২:৫৫ পূর্বাহ্ন
তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না: আব্বাস আরাঘচি
তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ছেড়ে দেবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যা গত মাসে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। খবর আল জাজিরার

সোমবার সম্প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি মার্কিন সম্প্রচারক ফক্স নিউজকে বলেন, ‘এটি এখন বন্ধ রাখা হয়েছে কারণ হ্যাঁ, ক্ষতিগুলো গুরুতর। তবে স্পষ্টতই, আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারি না কারণ এটি আমাদের বিজ্ঞানীদের একটি বড় অর্জন। এখন তার চেয়েও বেশি, এটি জাতীয় গর্বের বিষয়।’

এছাড়া সাক্ষাৎকারের শুরুতে আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য উন্মুক্ত আছে, তবে আপাতত তারা সরাসরি আলোচনা করবে না।

আরাঘচি আরও বলেন, ‘যদি তারা (মার্কিন যুক্তরাষ্ট্র) উভয়ের জন্যই লাভজনক সমাধানের জন্য আসে, তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে প্রস্তুত।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং চিরকাল শান্তিপূর্ণ থাকবে তা প্রমাণ করার জন্য আমরা যেকোনো আস্থা তৈরির পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরান কখনও পারমাণবিক অস্ত্র বানানোর দিকে যাবে না, বিনিময়ে, আমরা আশা করি তারা তাদের (যুক্তরাষ্ট্র) নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।’

আরাঘচির মন্তব্যগুলো ফক্স নিউজে সম্প্রচারিত ১৬ মিনিটের একটি সাক্ষাৎকারের অংশ ছিল, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ নজরদারি সম্প্রচারকারী হিসেবে পরিচিত।

ফক্স নিউজের সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, ‘আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধানে আসা যাক। আমরা অতীতে একবার এটি করেছি। আমরা আবারও এটি করতে প্রস্তুত।’

নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য মে মাসে যুক্তরাষ্ট্র ও ইরান আবার পারমাণবিক আলোচনায় অংশ নেয়। কয়েক দফা আলোচনায় বসার পর ১৩ জুন ইসরাইল ইরান জুড়ে সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আকস্মিক বোমা হামলা চালালে সেই আলোচনা ভেস্তে যায়।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ